ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

শাকিব খানের নতুন সিনেমা নিয়ে গুঞ্জন, স্পষ্ট ব্যাখ্যা নির্মাতাদের

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত হতে যাওয়া নতুন সিনেমা ‘কালা জাহাঙ্গীর’ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই ধারণা করছেন, ছবিটি নাকি আলোচিত অপরাধ জগতের ব্যক্তি ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ।

বুধবার (৩০ জুলাই) দেওয়া এক লিখিত বিবৃতিতে তারা জানিয়েছেন, সিনেমাটি কোনো ব্যক্তির জীবনী নয়; এটি একটি মৌলিক কাহিনিনির্ভর চলচ্চিত্র।

বিবৃতিতে তারা বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, এই ছবি কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীভিত্তিক, যা একেবারেই সঠিক নয়।”

তারা আরও জানান, ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রটি হবে ‘লার্জার দ্যান লাইফ’ ঘরানার। এর কাহিনি আবর্তিত হবে ৯০-এর দশকের ঢাকা শহরকে কেন্দ্র করে, যেখানে থাকবে ক্রাইম, ভালোবাসা, অ্যাকশন, ইমোশন এবং পারিবারিক গল্পের সংমিশ্রণ।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “আমাদের সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। দেশ ও দেশের বাইরে একাধিক টিম এ নিয়ে নিরলসভাবে কাজ করছে। শাকিব খান ইতোমধ্যেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে সিনেমার নাম এখনও প্রকাশ করা হয়নি। আগস্টে নাম ঘোষণা করা হবে, সঙ্গে আরও কিছু চমকও থাকবে।”

ছবিটির মূল গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্যে কাজ করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমায় শাকিবের বিপরীতে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন, নভেম্বর মাসে শুটিং শুরু হবে এবং তার আগেই অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশ করা হবে।

পরিচালক ও প্রযোজক দর্শকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানাচ্ছি।”

বাংলাধারা/এসআর