সংস্কারের দাবি অগ্রাহ্য করা পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হবে : আসিফ নজরুল
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১০:৫৮ রাত

ছবি: সংগৃহিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের দীর্ঘদিনের সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না। তিনি মনে করেন, যারা রক্ত ও ত্যাগের বিনিময়ে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের প্রত্যাশা পূরণ না হলে ভবিষ্যতে আর সংস্কারের সুযোগ নাও আসতে পারে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “গণ-অভ্যুত্থানে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ অঙ্গহানি হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র সংস্কারের জন্য এত বড় ত্যাগ এর আগে দেখা যায়নি। এই ত্যাগের প্রতিদান দেওয়া না গেলে নতুন সরকার দীর্ঘ সময় ধরে জনগণের আস্থা হারাবে।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগে রাজনৈতিক প্রভাব থাকাটা একেবারে অস্বাভাবিক নয়। তবে উদ্বেগের বিষয় হলো, নিরপেক্ষ কাঠামো গঠনের জন্য যে আইন করা হয়, অনেক সময় তা রাজনৈতিক স্বার্থে বাতিল করে ফেলা হয়। এই প্রবণতা রোধ না করলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে।”
আইনের স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ’ চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় তিনি বিচারব্যবস্থার আরেকটি দুর্বলতার দিক তুলে ধরে বলেন, “নিম্ন আদালতে প্রায়ই অভিযোগ পাওয়া যায়, কিছু সরকারি উকিল আর্থিক লোভে পড়ে প্রতিপক্ষের পক্ষে কাজ করেন। এতে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়।”
তিনি আশা প্রকাশ করেন, নতুন অধ্যাদেশ কার্যকর হলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফসহ অনেকে।
বাংলাধারা/এসআর