ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদের খসড়া ১২ বিষয়ে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৪৮ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো ১২টি বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। 

রোববার (২৭ জুলাই) কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে এই ঐকমত্য হয় বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, সোমবারের মধ্যে সব দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনার সব ধাপ শেষ করে চূড়ান্ত সনদ প্রকাশ করা হবে। খসড়ায় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিধান এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বে বিরোধী দলের অংশগ্রহণের মতো বিষয়ে ঐকমত্য হয়েছে।

নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে স্পিকারের নেতৃত্বে নির্বাচক কমিটি গঠনের প্রস্তাবও গৃহীত হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ ও উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তরের বিষয়েও সমঝোতা হয়েছে।

তবে সাংবিধানিক নিয়োগ কমিটি, সংবিধানের মূলনীতি, ১০০ নারী আসনে সরাসরি ভোট, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এসব বিষয়ে বিএনপি ও কয়েকটি দল ভিন্নমত দিয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেসব প্রস্তাবে আপত্তি থাকবে, দলগুলো তা ‘নোট অব ডিসেন্ট’ আকারে জানাবে এবং সেগুলো নথিভুক্ত করেই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশ করা হবে।

বাংলাধারা/এসআর