সাত জেলায় সন্ধ্যার মধ্যে পর্যন্ত ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:০৭ দুপুর

ছবি: সংগৃহিত
দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা হিসেবে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কতামূলক ১ নম্বর সংকেত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য ঝড়ের প্রভাবে জনসাধারণ এবং নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
বাংলাধারা/এসআর