ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন প্রক্রিয়ায় সুখবর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৪৩ রাত  

ছবি: সংগৃহিত

দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর এসেছে। তাদের জুলাই মাসের বেতন ছাড়ের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের ৪ তারিখের মধ্যেই তারা বেতন পেয়ে যাবেন।

বুধবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার-৫ মো. জহির উদ্দিন।

তিনি বলেন, “জুলাই মাসের বেতন দ্রুত দেওয়ার জন্য আমরা কাজ করছি। মাউশির প্রশাসন শাখা থেকে এরই মধ্যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম দফায় ৩ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন স্কুল পর্যায়ের এবং ৮৭ হাজার ৩৮৯ জন কলেজ পর্যায়ের শিক্ষক ও কর্মচারী।

বেতন পাওয়ার নির্ধারিত সময় সম্পর্কে জহির উদ্দিন জানান, “যদি শিক্ষা মন্ত্রণালয় সময়মতো প্রস্তাব অনুমোদন করে, তবে শিক্ষক-কর্মচারীরা ৪ আগস্টের মধ্যেই তাদের এমপিওর অর্থ ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে পেয়ে যাবেন।”

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগে থেকেই ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন অনেকদিন পর্যন্ত ‘অ্যানালগ’ পদ্ধতিতে আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রদান করা হতো, যার ফলে তাদের নানা হয়রানি ও ভোগান্তির মুখে পড়তে হতো।

এই সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ২০২৩ সালের ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষকদের জন্যও ইএফটির আওতায় বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয়।

এখন সেই উদ্যোগ বাস্তবায়নের পথে। এতে শিক্ষক-কর্মচারীরা যেমন সহজে বেতন পাবেন, তেমনি সময় ও ভোগান্তি দুই-ই কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/এসআর