ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার, গ্রেপ্তার ৫ যুবক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা মহানগরের সাবেক জ্যেষ্ঠ সংগঠক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথিও।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, অভিযুক্ত রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে মোট চারটি চেক জব্দ করা হয়, যার সম্মিলিত মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই চেক ও এফডিআর নথিগুলো জব্দ করা হয়।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগের এক চাঁদাবাজির অভিযোগ থেকে। জানা গেছে, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে পাঁচ যুবক ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সময় শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছে এই অর্থ দাবি করা হয়।

এরপর ওই যুবকরা প্রথম দফায় ১০ লাখ টাকা নিয়ে আসেন এবং পরবর্তীতে আবারও ওই বাসায় স্বর্ণালঙ্কার আনতে গেলে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ বলছে, এই চক্রের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের আর্থিক লেনদেন, প্রভাব খাটানো ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও তদন্ত চলছে।

বাংলাধারা/এসআর