ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সতর্ক থাকার পরামর্শ ট্রেইনারের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৫৪ রাত  

ছবি: সংগৃহিত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরে। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলতে গিয়ে তিনি দুই দফা হার্ট অ্যাটাকের শিকার হন। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁর হৃদপিণ্ডে একটি রিং পরান। বর্তমানে তিনি সুস্থ আছেন, তবে মাঠে ফিরেছেন এখনো পুরোপুরি নয়।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে তামিমের ফেরা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডালিম বলেন,
"ক্রিকেটে ফেরার বিষয়ে তামিমকে বলব- তিনি চাইলে মজার জন্য বা হালকা বিনোদনের খেলা খেলতে পারেন। তবে বিপিএল কিংবা সেমিফাইনাল বা ফাইনালের মতো চাপের ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। সিদ্ধান্তটা অবশ্যই তাঁর নিজের, তবে আমার পরামর্শ হলো- অনুশীলন করুক, খেলুক, তবে সেটি যেন আরামদায়ক ও স্বস্তিকর পর্যায়ে থাকে।"

তবে দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে তামিম ইঙ্গিত দিয়েছিলেন বিপিএলের মাধ্যমেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। বলেছেন, চেষ্টা করবেন ফিটনেস ফিরে পেলে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে।

তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের মাঠে ফেরার বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। তবে হৃদরোগের মতো গুরুতর শারীরিক সমস্যার পর তাঁর প্রত্যাবর্তন যেন হয় সুপরিকল্পিত ও সাবধানতাসহকারে, সেটাই এখন সবচেয়ে বড় চাওয়া সংশ্লিষ্টদের।

বাংলাধারা/এসআর