ঢাকা, শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সনদের দাবিতে শাহবাগ অবরোধে জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে অবস্থান কর্মসূচি পালন করেন 'জুলাই যোদ্ধা সংসদ'-এর সদস্যরা। সকাল সাড়ে ১০টার পর থেকেই তারা জড়ো হতে থাকেন ঐতিহাসিক এই মোড়ে।

লাল-সবুজের পতাকা হাতে July সনদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। অংশগ্রহণকারীদের দাবি, বহুদিন ধরেই তারা এই সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি।

অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন 'জুলাই যোদ্ধা সংসদ'-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্ল্যাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের বিভিন্ন সড়কে। এসময় ঘটনাস্থলে মোতায়েন থাকে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী।
পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাধারা/এসআর