স্টেডিয়ামে আবারো খাবার-পানি নিষিদ্ধ, এক ম্যাচেই সিদ্ধান্ত বদলে ফেললো বিসিবি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৬:০৪ বিকাল

ছবি: সংগৃহিত
স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে খাবার ও পানির জন্য দর্শকদের দীর্ঘদিনের ভোগান্তি নতুন কিছু নয়। বাইরে থেকে এসব নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় স্টেডিয়ামের ভেতরে উচ্চমূল্যে খাবার-পানি কিনতে বাধ্য হন দর্শকরা। এ নিয়ে প্রতিবছরই ক্ষোভ ঝাড়েন ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি সেই দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলমান বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের স্টেডিয়ামে নিজেদের সঙ্গে খাবার ও পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এতে স্বস্তি প্রকাশ করেন অনেকে। কিন্তু সেই সিদ্ধান্ত মাত্র এক ম্যাচেই বদলে ফেলেছে বিসিবি।
নতুন ঘোষণায় জানানো হয়েছে, সিরিজের দ্বিতীয় (২২ জুলাই) ও তৃতীয় (২৪ জুলাই) ম্যাচে গ্যালারিতে কোনো ধরনের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা বিবেচনায় কোনো খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা নিশ্চিত করতে এবং নিয়ম মেনে চলতে সম্মানিত দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।”
বিসিবি সিদ্ধান্তটি ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণ’ উল্লেখ করে নিলেও দর্শকদের অনেকে এই হঠাৎ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। কারণ, স্টেডিয়ামের অভ্যন্তরে খাবার ও পানির মূল্য অনেক বেশি এবং সেবার মান নিয়েও রয়েছে অসন্তোষ।
প্রশ্ন উঠছে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে যেটি কিছুটা সমাধানের দিকে যাচ্ছিল, তা আবারও পুরোনো নিয়মে ফিরে যাওয়ায় আসলে কাদের উপকার হলো? নিরাপত্তার অজুহাতে ভোগান্তির ঝুঁকি যেন ফিরে এলো দর্শকদেরই ঘাড়ে।
এখন দেখার বিষয়, সামনের দিনগুলোতে বিসিবি দর্শকদের চাহিদা ও নিরাপত্তা এই দুইয়ের মধ্যে সুষম সমাধানে কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে পারে কি না।
বাংলাধারা/এসআর