ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সালমান খানের সঙ্গে দেখা করতে বাড়ি ছাড়ল তিন শিশু, চারদিন পর উদ্ধার

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:২৭ রাত  

ছবি: সংগৃহিত

বলিউড সুপারস্টার সালমান খানের একনজর দেখার আশায় দিল্লি থেকে তিন শিশু রওনা দিয়েছিল বহু দূরের পথ। পরিবারের অজান্তেই তারা ছুটে গিয়েছিল মুম্বাইয়ের উদ্দেশে। তবে শেষমেশ তাদের উদ্ধার করেছে পুলিশ, ঘটনার পর রয়েছে বিস্ময়, উদ্বেগ আর সতর্কতা।

ঘটনাটি ঘটে ২৫ জুলাই। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলের তিন বন্ধু- ১৩, ১১ ও ৯ বছর বয়সী, সালমান খানের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে একসঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। পরিবারের কাউকে না জানিয়ে তারা সরাসরি রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।

অনলাইন গেমের মাধ্যমে তাদের পরিচয় হয় ‘ওয়াহিদ’ নামের এক শিশুর সঙ্গে। ওয়াহিদ নিজেকে সালমান খানের পরিচিত দাবি করে এবং বলে, সে একবার সালমান খানের সঙ্গে দেখা করেছে, এবং তাদেরও সেই সুযোগ করে দিতে পারে। এই আশ্বাসেই তিন বন্ধু যাত্রা শুরু করে।

তবে যাত্রাপথে পরিস্থিতি ঘোরাতে শুরু করে। পুলিশ ও পরিবারের তৎপরতার খবর পেয়ে ওয়াহিদ পিছু হটে, ফলে পরিকল্পনায় ফাটল ধরে। শেষমেশ তারা নাসিক স্টেশনে নেমে পড়ে। চারদিন পর সেখান থেকেই তাদের উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, নিখোঁজ শিশুদের একজনের ঘরে পাওয়া একটি হাতে লেখা চিরকুটই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। সেখানে লেখা ছিল, তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, তিনজনই সুস্থ রয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনা শিশুদের অনলাইন ব্যবহারে অভিভাবকদের নজরদারির গুরুত্ব আবারও মনে করিয়ে দেয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও বাস্তব জীবনের ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ঘটনা যেন শুধুই কৌতূহলের গল্প না হয়ে, হয়ে ওঠে সচেতনতার উপলক্ষ।

বাংলাধারা/এসআর