ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নায়ক জসিমের ছেলে ও ‘ওইনড’ ব্যান্ডের ভোকাল রাতুলের মৃত্যু

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:৩৮ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘ওইনড’-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল আর নেই।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্যান্ড মিউজিক কমিউনিটি এবং দৃক ব্যান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর থেকেই সহশিল্পী ও ভক্তদের শোকবার্তায় ভরে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম। গায়কের এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।

২০১৪ সালে ‘ওইনড’ ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম ‘1’ প্রকাশ করে এবং ২০১৭ সালে মুক্তি পায় দ্বিতীয় অ্যালবাম ‘2’। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলে, বিশেষত রাতুলের শক্তিশালী কণ্ঠের কারণে।

শুধু গায়ক নন, এ কে রাতুল ছিলেন একজন সফল সংগীত প্রযোজকও। দেশের বিভিন্ন রক ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গন হারাল এক বহুমুখী প্রতিভা।

নায়ক জসিমের তিন ছেলের মধ্যে রাতুল ছিলেন সবার দ্বিতীয়। অভিনয়ের পথে হাঁটেননি তারা, তবে সবাই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। বড় ছেলে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার। রাতুল ও ছোট ভাই সামী ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সদস্য। রাতুল ছিলেন ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।

রাতুলের অকাল প্রয়াণে সংগীত জগতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাধারা/এসআর