মাইলস্টোনে মৃত্যু আর শোক, সোশ্যাল মিডিয়ায় কনটেন্টের উৎসব: ওমর সানীর
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০১:২৫ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হওয়ার ঘটনায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৬৯ জন। রাজধানীর একাধিক হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা ও স্বজনদের আহাজারি।
এই মর্মান্তিক ঘটনায় যেমন একদিকে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি তুলেছেন সাধারণ মানুষ, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা-সমালোচনা। দুর্ঘটনার পরপরই বিভিন্ন ইউটিউবার, টিকটকার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের 'কনটেন্ট তৈরির’ ব্যস্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। হাসপাতালের পরিবেশও এসবের কারণে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান, আপনাকে আমাকে শুধু ডাকে।”
তার এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয় মানুষটা।” আবার কেউ বলেছেন, “এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে সবকিছুতেই রাজনীতি।” অনেকে ‘ভিউ ব্যবসায়ীদের’ সমালোচনা করে লিখেছেন, “মানবিকতা বিসর্জন দিয়ে কনটেন্ট বানানো হচ্ছে লাশের ওপর দাঁড়িয়ে।”
উল্লেখ্য, মাইলস্টোনের এই দুর্ঘটনার পর থেকে রাজনৈতিক অঙ্গন থেকেও আসছে নানা প্রশ্ন। কেউ কেউ অভিযোগ করছেন, সরকার প্রকৃত নিহতের সংখ্যা গোপন করছে। এর জেরে শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীরও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, এমন মর্মান্তিক ঘটনায় সম্মিলিত মানবিকতা ও সহানুভূতি প্রকাশের পরিবর্তে রাজনীতি ও কনটেন্ট বাণিজ্য শুরু হওয়া সমাজের গভীর অবক্ষয়ের ইঙ্গিত দেয়। সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য উদ্ঘাটনের পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান ও সহানুভূতি বজায় রাখা এখন সময়ের দাবি।
বাংলাধারা/এসআর