১০ আগস্টের মধ্যে প্রকাশ হবে এসএসসি পুনঃনিরীক্ষণের ফল
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১১:৪৩ রাত

ছবি: সংগৃহিত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
রোববার (২৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, “ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফলাফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই হিসাব অনুযায়ী ১০ আগস্টের মধ্যে ফল প্রকাশিত হবে। একাদশ শ্রেণির ভর্তির নীতিমালাতেও এ তারিখের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে।”
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার শুধু ঢাকা বোর্ডেই ৯২ হাজারের বেশি শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। অন্য বোর্ডগুলোর আবেদনের সংখ্যা এখনও জানা যায়নি।
গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী এই পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেছে।
বাংলাধারা/এসআর