ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:০২ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
 
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।

ঘোষিত তপশিল অনুযায়ী, ৩১ জুলাই প্রকাশ করা হবে আচরণবিধি। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ১৪ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ হবে ১৭-১৯ আগস্ট। ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই হবে ২৭-২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

নির্ধারিত তপশিল অনুসারে ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাধারা/এসআর