ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বিদেশি চিকিৎসক দলের প্রতি প্রধান উপদেষ্টার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১১:৫৪ রাত  

ছবি: সংগৃহিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসা বিদেশি মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস। এসময় তিনি তাদের মানবিক উদ্যোগ ও দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

ড. ইউনূস বলেন, ‘এই দল শুধু দক্ষতাই নয়, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে মানবিক সংকটে বৈশ্বিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আহতদের জরুরি চিকিৎসা সেবায় বিদেশি ও স্থানীয় চিকিৎসকরা যে যৌথভাবে নিরলস কাজ করছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষ করে আহত শিশুদের ট্রমা কেয়ারে তাদের অবদান অনন্য।’

প্রধান উপদেষ্টা দ্রুত কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে বিদেশি দলের আগমন ও কার্যক্রম শুরু নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে চিকিৎসক দলের মিশনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ড. ইউনূস চিকিৎসক দলকে ভবিষ্যতেও বাংলাদেশে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে স্বাস্থ্যখাতে দক্ষতা বিনিময়, চিকিৎসা শিক্ষার অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ‘এই কঠিন সময়ে বিদেশি চিকিৎসকরা যে সহানুভূতি ও সহায়তা দেখিয়েছেন, তা জাতি কখনো ভুলবে না।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘তাদের দ্রুত আগমন বহু জীবন বাঁচাতে সহায়তা করেছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘আবারও প্রমাণ হলো, মানবতার সেবায় চিকিৎসার কোনো সীমানা নেই।’

উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে ১০ জন, চীন থেকে ৮ জন এবং ভারত থেকে ৪ জন চিকিৎসক এই দলে অংশ নিয়েছেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের মিশন প্রধানও উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর