ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৩৬ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে মাত্র ১২ মিনিট পর, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, উদ্ধারকাজে এখন পর্যন্ত ৯টি ফায়ার ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির দুই প্লাটুন সদস্যও সহযোগিতা করছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীরা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছি।”

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বিমান বিধ্বস্তের শোকস্বরূপ আগামীকাল (২২ জুলাই) একদিনের শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সরকার দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নিহত ও আহতদের পরিবারদের প্রতি সকলরকম সহায়তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।

বাংলাধারা/এসআর