ষড়যন্ত্রমূলক’ বৈঠকের তদন্ত চলছে : ডিএমপি
প্রকাশিত: আগস্ট ০১, ২০২৫, ০৯:১৪ রাত

ছবি: সংগৃহিত
রাজধানীর ভাটারা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের একটি ‘গোপন বৈঠকের’ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ওই বৈঠকে দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছিল, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ৮ জুলাই ভাটারা থানার একটি কনভেনশন সেন্টারে ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠক হয়, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২২ জন নেতা-কর্মী অংশ নেন। এদের মধ্যে সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের উপস্থিতির অভিযোগ থাকায় তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ওই কনভেনশন হলটি ভাড়া নিয়েছিলেন শামীমা নাসরিন শম্পা নামের একজন, যিনি বিদেশে লোক পাঠানোর প্রতিষ্ঠানের পরিচয়ে হল বুক করেছিলেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ১৩ জুলাই ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।
তালেবুর রহমান বলেন, “আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, কারা দায়ী, সব খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “গত এক বছরে একাধিকবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে। আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করেছি এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় ৪৮৯টি টহল টিম ও ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ২৫৪ জনকে গ্রেপ্তার, ২০টি মোবাইল, ছয়টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।
তবে আগস্ট মাস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেন তিনি।
বাংলাধারা/এসআর