বলিউডে শোকের ছায়া: না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:৩৬ দুপুর

ফাইল ছবি
বলিউডে ফের নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে শুক্রবার (২৩ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে এনডিটিভি।
তবে ঠিক কী কারণে এই অভিনেতার মৃত্যু হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এমন এক নিঃশব্দ বিদায়ের খবর প্রথম নিশ্চিত করেন মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল। ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।’
মুকুল দেব ছিলেন একাধারে অভিনেতা, টেলিভিশন সঞ্চালক এবং পেশাদার পাইলট। দিল্লির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তবে অভিনয়ের প্রতি ভালবাসাই শেষ পর্যন্ত তাঁকে টেনে আনে রুপালি পর্দার দুনিয়ায়।
তার অভিনয় যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে, টেলিভিশনের ধারাবাহিক ‘মুমকিন’-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর 'এক সে বাড় কর এক' ও ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজনের সঞ্চালনার মাধ্যমে তিনি টেলিভিশন দর্শকদের মনে জায়গা করে নেন।
চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন। এরপর বলিউডের একাধিক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল হিন্দি ছবি ‘আন্থ দ্য ইন্ড’-এ।
মুকুল দেব ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। দুই ভাই-ই নিজেদের প্রতিভায় চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন।
মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অভিনীত চরিত্র, হাসিমাখা মুখ এবং প্রাণবন্ত উপস্থিতি স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা।
চলে গেলেন একজন বহুমাত্রিক প্রতিভাধর শিল্পী। বলিউড হারাল এক নির্লোভ, নিবেদিতপ্রাণ অভিনেতাকে।
বাংলাধারা/এসআর