ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

করোনায় ফের প্রাণহানি, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ জন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ০৫, ২০২৫, ০৬:১১ বিকাল  

ফাইল ছবি

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১টি, যেখানে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে করোনামুক্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মহামারি শুরুর পর থেকে দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টার হার তুলনামূলকভাবে বেশি - ১৪ দশমিক ২৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়- যা ছিল করোনার ভয়াবহ রূপের প্রমাণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, এখনো সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সংক্রমণ হার যতই কম হোক না কেন, সচেতনতা বজায় না রাখলে যে কোনো সময় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে।


বাংলাধারা/এসআর