ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

তানভীরের জাদুকরী ফাইফারে লঙ্কানদের বিপক্ষে দারুণ জয় টাইগারদের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০৬, ২০২৫, ১২:৩৬ রাত  

ছবি: সংগৃহিত

সিরিজে পিছিয়ে পড়া দলটা এবার ঘুরে দাঁড়াল দারুণভাবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে লড়াইটা শুরু হয়েছিল সমানে-সমানে। কিন্তু শেষ হাসি হেসেছে বাংলাদেশই। লক্ষ্য ছিল মাঝারি, কিন্তু মাঠে আগুন ঝরিয়েছেন স্পিনাররা- বিশেষ করে তানভীর ইসলাম। প্রথমবারের মতো ওয়ানডে ফাইফার তুলে নিয়ে তিনিই হয়ে উঠেছেন বাংলাদেশের জয়ের নায়ক।

১৬ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৮ রান। ইনিংসের শুরুটা ছিল স্বপ্নের মতো- ওপেনার পারভেজ হোসেন ইমন খেলেছেন ৬৭ রানের দুর্দান্ত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাওহিদ হৃদয়, ৫১ রানের ইনিংসে যিনি সামলেছেন মধ্যের চাপ।

তবে মাঝে-মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি। থিকশানা, হাসারাঙ্গা, চামিরারা বারবার আঘাত হানায় ব্যাটাররা থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে রিশাদ, তানজিমরা চেষ্টা করলেও স্কোর থেমে যায় ২৪৮-এ।

২৪৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বাংলাদেশ এগিয়ে নেয় পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে। কিন্তু এরপর কুশল মেন্ডিস ঝড় তুললেন। ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে লঙ্কানদের জয়ের পথেই রাখেন। নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে গড়েন ৪৫ বলে ৬৯ রানের জুটি।

তবে গল্পটা ঘুরে যায় বাংলাদেশের স্পিনারদের জাদুতে। শুরুটা করেন শামীম হোসেন—ফিরিয়ে দেন আসালঙ্কাকে। এরপর তানভীর ইসলাম একাই তছনছ করে দেন লঙ্কান মিডল অর্ডার। ফিরিয়ে দেন তকামিন্দু মেন্ডিস, থিকশানা, লাহিরু কুমারা ও আরও দুই ব্যাটারকে।

লড়াইটা এক পর্যায়ে দাঁড়িয়ে যায় জনাইথ লিয়ানাগে বনাম বাংলাদেশের। ৮৫ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিয়ানাগে, কিন্তু একার লড়াইয়ে ম্যাচ জেতা যায় না। হাসারাঙ্গা, চামিরা কিংবা আসিথা কেউই তাকে সাহায্য করতে পারেননি।

আজকের ম্যাচে সবচেয়ে উজ্জ্বল নাম ছিল তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৯ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি মূল্যবান উইকেট। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম ফাইফার। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এই স্পেলই জয়ের মূল চাবিকাঠি।

তানজিম সাকিব নিয়েছেন ২ উইকেট, আর মুস্তাফিজ, মেহেদি মিরাজ ও শামীম হোসেন পেয়েছেন একটি করে উইকেট।

এখন পর্যন্ত দুই দল একটি করে ম্যাচ জিতেছে। ফলে সিরিজ নির্ধারিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ দল নিশ্চয়ই চায় কলম্বোতেই সিরিজ জিতে ঘরে ফেরার উৎসব করতে। আর তানভীর ইসলাম আজ যেভাবে নিজেদের চেহারা পাল্টে দিয়েছেন, তৃতীয় ম্যাচেও তাকিয়ে থাকবে পুরো দল তার দিকেই।

 

বাংলাধারা/এসআর