শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দল ঘোষণা
প্রকাশিত: জুলাই ০৪, ২০২৫, ০৮:২১ রাত

ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বেশ কয়েকজন পরিচিত মুখ, বাদ পড়েছেন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপের আগে দল গোছানোর এই মিশনে একাধিক চমক রেখেছে নির্বাচক কমিটি।
সবচেয়ে আলোচিত পরিবর্তন হচ্ছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের প্রত্যাবর্তন। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলার পর নাঈম দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ছিলেন। এবার আবারও তার ডাক পড়েছে। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
অন্যদিকে, ইনজুরি ও ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন বাইরে থাকা সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দলে তাদের দু’জনের ফেরা টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেটের পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বকাপের আগে সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করে দেখতে শ্রীলঙ্কা সিরিজের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে দল।
অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও চোট কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে। যদিও তাসকিনকে প্রতিটি ম্যাচে খেলানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচকেরা। স্পিন আক্রমণে রয়েছেন নাসুম আহমেদ, সঙ্গে পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
তবে দল থেকে ছিটকে পড়েছেন কয়েকজন চেনা মুখ। ব্যাটিং ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন বাজে পারফরম্যান্সের কারণে বছরের শুরুতে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত। শেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়ার খেসারত হিসেবে এবার পুরোপুরি স্কোয়াডের বাইরে চলে গেলেন তিনি। এছাড়া বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।
আগামী সপ্তাহেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। লিটন দাসের নেতৃত্বে নতুনভাবে সাজানো এই দল কতটা সফল হয়, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।
দলে ফিরেছেন
মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
বাদ পড়েছেন
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
বাংলাধারা/এসআর