লামিন ইয়ামালের জন্মদিনে ইবিজায় গোপন উৎসবের আয়োজন
প্রকাশিত: জুলাই ০৪, ২০২৫, ০৩:২৯ দুপুর

ছবি: সংগৃহিত
বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পা রাখতে যাচ্ছেন। আগামী ১৩ জুলাই পূর্ণ হবে তার ১৮ বছর। সেই প্রাপ্তবয়স্কতার উৎসবকে স্মরণীয় করে রাখতে ইবিজায় আয়োজন করছেন এক জমকালো, তবে সম্পূর্ণ গোপনীয় জন্মদিনের পার্টি।
স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠান হবে তার খেলার স্টাইলের মতোই ব্যতিক্রমী- আড়ম্বরপূর্ণ, তারকাখচিত এবং গোপনীয়তায় মোড়ানো। স্প্যানিশ সাংবাদিক ভিক্টর নাভারোর বরাতে জানা গেছে, ইবিজার ঠিক কোন স্থানে অনুষ্ঠান হবে, সেটি প্রকাশ করা হবে মাত্র এক বা দুই দিন আগে। এভাবে গোপনীয়তা নিশ্চিত করছেন ইয়ামাল ও তার টিম।
ইতোমধ্যেই কিছু নির্বাচিত অতিথির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। তবে পুরো অনুষ্ঠানজুড়ে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো অতিথিই মোবাইল নিয়ে পার্টিতে ঢুকতে পারবেন না। ইয়ামালের উদ্দেশ্য একটাই- এই বিশেষ দিনটি হোক শুধুই ব্যক্তিগত, নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ উপভোগের।
কোপের খবরে বলা হয়েছে, ইয়ামালের পার্টিতে পারফর্ম করতে পারেন স্প্যানিশ পপ তারকা ব্যাড গায়াল এবং রেগেটন সুপারস্টার ওজুনা। যদিও চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ হয়নি।
মজার বিষয়, ১৩ জুলাই শুধু ইয়ামালের জন্মদিন নয়, একই দিনে জন্মদিন নিকো উইলিয়ামসেরও। অ্যাথলেটিক বিলবাওয়ের এই তারকা এবং ইয়ামাল ঘনিষ্ঠ বন্ধু হলেও, নিকো পার্টিতে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
জন্মদিনের পাশাপাশি ইয়ামালের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বার্সেলোনার কিংবদন্তি ‘১০’ নম্বর জার্সি এবার তার কাঁধে উঠতে যাচ্ছে। রোনালদিনহো, লিওনেল মেসির মতো গ্রেটদের পরে এই ঐতিহ্যবাহী জার্সির উত্তরাধিকারী হতে চলেছেন ইয়ামাল। আনসু ফাতি মোনাকোতে ধারে চলে যাওয়ার পর ‘১০’ নম্বর জার্সি ফাঁকা পড়ে ছিল। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, ইয়ামালই এর যোগ্য উত্তরসূরি।
বার্সেলোনা ইতোমধ্যেই ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করেছে। জুলাইয়ে প্রাক-মৌসুম ক্যাম্পের পর এশিয়া সফরে যাবে দল। আগামী ১৭ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান। সেই মিশনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার অন্যতম বড় ভরসার নাম।
যেভাবে মাঠের বাইরেও আলোচনায় উঠে এসেছেন ইয়ামাল, তাতে স্পষ্ট- শুধু প্রতিভা নয়, বরং নিজেকে ঘিরে নিখুঁত এক পরিকল্পনার নাম হয়ে উঠছেন এই তরুণ স্প্যানিয়ার্ড।
বাংলাধারা/এসআর