আইইএলটিএসে ৭ পেলে বিনামূল্যে মাস্টার্স পড়ার সুযোগ সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে
প্রকাশিত: জুলাই ০৪, ২০২৫, ০৪:৪০ দুপুর

ছবি: সংগৃহিত
উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার পাশাপাশি এখন এশিয়ার দেশগুলোর প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষত, জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এগিয়ে এসেছে। এমনই এক দারুণ সুযোগ দিচ্ছে চীনের অন্যতম সেরা বিদ্যাপীঠ সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University)।
বিশ্ববিদ্যালয়টি তাদের ‘শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ’-এর আওতায় বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বছরের সম্পূর্ণ ফ্রি মাস্টার্স প্রোগ্রামের সুযোগ দিচ্ছে। বেইজিংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, আসা-যাওয়ার বিমান ভাড়া, বই কেনার খরচসহ আরও নানা সুবিধা পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয় এক নজরে
১৯১১ সালে চীনের বেইজিংয়ে যাত্রা শুরু করা সিংহুয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্ষেত্রে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এখানে রয়েছে ২০টি স্কুল এবং ৫৭টি বিভাগ। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস, লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে পড়তে প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা আসেন।
আবেদনের যোগ্যতা
যেসব শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে চাইছেন, তাদের থাকতে হবে:
✅ স্নাতক ডিগ্রি
✅ বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে
✅ নেতৃত্বের গুণাবলি
বৃত্তির সুযোগ-সুবিধা
শোয়ার্জম্যান স্কলার হিসেবে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন:
✅ পুরো টিউশন ফি মওকুফ
✅ আন্তর্জাতিক বিমান যাতায়াতের খরচ
✅ থাকা-খাওয়া ও অন্যান্য খরচের জন্য মাসিক উপবৃত্তি
✅ বই কেনার জন্য ভাতা
✅ স্বাস্থ্যবিমা সুবিধা
✅ ভ্রমণ ভাতা
ইংরেজি দক্ষতার প্রমাণ
আবেদনের সময় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। এর মধ্যে যেকোনো একটির স্কোর থাকতে হবে:
TOEFL iBT: ন্যূনতম স্কোর ১০০
IELTS: ন্যূনতম স্কোর ৭
Cambridge English Advanced (C1) বা Proficiency (C2): ন্যূনতম স্কোর ১৮৫
আবেদন যেভাবে করবেন
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়মাবলী ও আবেদন পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন: [https://www.schwarzmanscholars.org/।]
? আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫।
বাংলাধারা/এসআর