“টালিউডে স্বজনপোষণ? কাজ না-পাওয়ার আক্ষেপ শ্রীলেখার”
প্রকাশিত: জুলাই ০৬, ২০২৫, ০১:৪১ রাত

ফাইল ছবি
টালিউডে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের জেরে একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন। এই প্রেক্ষাপটেই নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী-পরিচালক শ্রীলেখা মিত্র। যদিও কারও নাম তিনি স্পষ্ট করে বলেননি, তবু ইঙ্গিত স্পষ্ট যে, ইন্ডাস্ট্রিরই কাউকে উদ্দেশ্য করেই আক্ষেপ ঝাড়ছেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই।”
টালিউডে কাজের সুযোগ না-পাওয়ার হতাশা প্রকাশ করে তিনি জানান, বাংলায় আর থাকতে ইচ্ছে করে না। মুম্বাইয়ে গিয়ে স্থিত হতে চাইলেও সেখানকার জীবনযাত্রার খরচ অনেক বেশি, ফলে সেখানেও মন বসাতে পারছেন না।
সম্প্রতি মুক্তি পাওয়া নিজের অভিনীত ছবি ‘মায়ানগর’-এর প্রসঙ্গ টেনে শ্রীলেখা বলেন, “ছবিটা দর্শক প্রশংসা করেছে। ঠিকমতো প্রচার পেলে, হলে ভালো শো-টাইম পেলে ছবির ফল আরও ভালো হতে পারত। কিন্তু আমার হয়ে কে বলবে? এখানে তো কারও কোনও দায় নেই।”
শ্রীলেখার দাবি, টালিউডে তার সঙ্গে সমস্যা নতুন নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, বাংলার বিনোদন দুনিয়ায় ‘স্বজনপোষণ’-এর উদাহরণ হিসেবে তিনি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম নিয়েছিলেন। সেই সময় থেকেই নাকি বিপদ শুরু।
শ্রীলেখার কথায়, “সরকারবিরোধী কথা বলার জন্য আমার হাতে আসা বিজ্ঞাপনের কাজ কেড়ে নেওয়া হয়। নিজেই ছবি পরিচালনা করতে চাইছি, অথচ কোনও প্রযোজকই পাশে দাঁড়াচ্ছে না।”
তবে হতাশার মাঝেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তার কণ্ঠে। তিনি জানান, সম্প্রতি মুম্বাইয়ে সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করেছেন এবং বলিউডে যথেষ্ট সম্মান পেয়েছেন।
নিজেকে বদলে ফেলার কোনও ইচ্ছে নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন শ্রীলেখা। “যেমন আছি, তেমনই থাকব। কখনও বদলাব না। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।” সূত্র: আনন্দবাজার পত্রিকা
বাংলাধারা/এসআর