ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা

পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ট্রাইব্যুনালের পরবর্তী শুনানি ১০ জুলাই

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৭:২২ বিকাল  

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১০ জুলাই।

এর আগে সকালে মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করা হয়। চার্জশিটে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গত ২৪ জুন তদন্ত সংস্থা এই প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।

এ মামলায় চারজন আসামি ইতোমধ্যেই কারাগারে রয়েছেন। তারা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাঈদ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।


বাংলাধারা/এসআর