বিসিবির নতুন পরিচালক হিসেবে আসছেন রুবাবা দৌলা
প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৩:৩৫ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে মাত্র একদিন আগে। নির্বাচনের পরপরই সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হলেও, ২৪ ঘণ্টা না যেতেই পরিচালনা পর্ষদে পরিবর্তনের আভাস মিলেছে।
তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৩ জন পরিচালকের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজনকে মনোনীত করেছিল। প্রথমে এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক করা হয়। কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে ইশফাক আহসানকে প্রত্যাহার করে নেয়া হয়। আর তার জায়গায় পরিচালক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে করপোরেট জগতের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলার।
বিসিবি সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রুবাবা দৌলার নাম চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক নিয়োগপত্র যে কোনো সময় ইস্যু হতে পারে।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ টেলিকম কোম্পানিতে উচ্চপদে কর্মরত ছিলেন।
শুধু করপোরেট জগৎ নয়, ক্রীড়া প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
বিসিবিতে যোগ দিলে নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তার। নারী ক্রীড়া উন্নয়ন ও করপোরেট জগতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ক্রিকেট বোর্ডে নতুন মাত্রা যোগ করবেন বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর