শাপলার বিকল্প না নিলে এনসিপিকে নিজ উদ্যোগে প্রতীক দেবে ইসি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:৩১ দুপুর

ছবি: সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ অক্টোবরের মধ্যে শাপলা প্রতীকের বিকল্প বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে পার্টিটির জন্য নতুন প্রতীক নির্ধারণ করবে। ইসি সূত্রে জানা গেছে, শাপলা প্রতীকের তালিকায় না থাকার কারণে এনসিপিকে আর শাপলা দেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। তারা ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে নিয়ে আমাদের জানাবেন। যদি না জানান, কমিশন নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “কমিশন মনে করছে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।”
এর আগে ইসি বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দমতো প্রতীক বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি পাঠায়। কিন্তু এনসিপি জানিয়েছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে তারা নিবন্ধন নিতে রাজি নয়।
বাংলাধারা/এসআর