ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:১৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ইসরায়েল-হামাস সংঘাতের অবসানে গৃহীত যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিসরের পর্যটন নগরী শারম আল শেখে আয়োজিত ‘শান্তি সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই নথিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ধারাবাহিকভাবে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিমসহ উপস্থিত অন্যান্য রাষ্ট্রপ্রধানরা এতে স্বাক্ষর করেন।

নথিতে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, “এটি কার্যকর থাকবে।” তবে যুদ্ধবিরতির কার্যকর প্রক্রিয়া ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইসরায়েল ও হামাস। এর অংশ হিসেবে ইতোমধ্যেই হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন নিহত জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শারম আল শেখ শান্তি সম্মেলন যুদ্ধবিরতি চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক গুরুত্ব দেওয়ার একটি বড় মঞ্চ হয়ে উঠেছে।

বাংলাধারা/এসআর