ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৩৯ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশের কিশোর সাহিত্যজগতের এক কিংবদন্তি নাম রকিব হাসান। জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ তিন গোয়েন্দা-এর এই স্রষ্টা আজ নেই। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালিসিস করতেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালিসিস শুরুর কিছুক্ষণ আগেই তিনি মৃত্যুবরণ করেন।’’

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। তবে বাবার বদলির চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। ফেনী থেকে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশ করলেও কোথাও স্থায়ী হতে পারেননি। অফিসের বাঁধাধরা নিয়ম তার সঙ্গে কখনোই মানিয়ে নেয়নি। অবশেষে চাকরি ছেড়ে লেখালেখিকেই বেছে নেন তিনি।

লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীর মাধ্যমে। প্রথমে বিশ্বসাহিত্যের ক্ল্যাসিক বই অনুবাদ দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সেবা প্রকাশনীর অন্যতম স্তম্ভ। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই। তবে সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে তিন গোয়েন্দা সিরিজ, যা কয়েক প্রজন্মের কিশোর পাঠককে মুগ্ধ করেছে।

চার শতাধিক বইয়ের লেখক রকিব হাসান ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। কিন্তু তার সৃষ্ট চরিত্রগুলো তাকে নিয়ে গেছে কোটি পাঠকের হৃদয়ের মণিকোঠায়।

বাংলাদেশি কিশোর সাহিত্যের ভুবনে তাই আজ এক গভীর শূন্যতার দিন।

বাংলাধারা/এসআর