‘ডিভোর্স’-এর ঘোষণা দিয়েও হঠাৎ স্বামীর সঙ্গে ছবি পোস্ট মাহির, ভক্তদের কৌতূহল চরমে
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৪৫ বিকাল

ছবি: সংগৃহিত
বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ঘোষণার পর থেকে আর প্রকাশ্যে স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি তাকে।
কিন্তু হঠাৎ করেই সোমবার রাতে মাহি নিজের ফেসবুক প্রোফাইল ও ভেরিফায়েড পেজে স্বামী রাকিব ও সন্তানসহ দুটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ’।
এর আগে প্রায় একই সময়ে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও। স্বামী-স্ত্রীর কাছাকাছি সময়ে একই ছবি শেয়ার করায় নতুন রহস্যের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, তাদের মধ্যে আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে। অন্যদের দাবি, তারা আসলে কখনো আলাদা হননি; সাময়িক দূরত্বই ছিল।
ছবিগুলো নিয়ে মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ আবার কেউ শুভেচ্ছা জানিয়েছেন দাম্পত্য জীবনে নতুন সূচনার জন্য।
তবে এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি মাহি কিংবা রাকিব। কয়েক মাস ধরে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, অন্যদিকে রাকিব সরকারের বর্তমান অবস্থান কোথায় তা স্পষ্ট নয়।
এখন দেখার বিষয়, এই হঠাৎ পারিবারিক ছবি প্রকাশের পেছনে আসল রহস্য কী, তারা কি আবার নতুন করে এক হচ্ছেন, নাকি সবই ভক্তদের চমকে দেওয়ার কৌশল?
বাংলাধারা/এসআর