দেশের ক্রিকেটে বৈপ্লবিক পদক্ষেপ, পুরুষদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররা
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:৩১ বিকাল

ছবি: সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেটে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হলো। দীর্ঘদিনের বৈষম্য কাটিয়ে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি এখন থেকে হবে পুরুষ ক্রিকেটারদের সমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে গেলে সাকিব-মিরাজরা দৈনিক ভাতা ও ট্যুর ফি বাবদ পান ৭৫ + ৪০ ডলার, অর্থাৎ মোট ১১৫ ডলার। এতদিন নিগার সুলতানা জ্যোতিরা একই পরিস্থিতিতে পেতেন সর্বোচ্চ ৭৫ ডলার। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটারদের প্রাপ্য হবে সমপরিমাণ সুবিধা।
বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বোর্ডের সর্বশেষ সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সাফল্য অর্জন করলেও সুবিধা-অসুবিধার ক্ষেত্রে তারা বারবার বঞ্চিত হয়েছে। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাচ্ছে। দৈনিক ভাতা ও ট্যুর ফি সমান করা নিঃসন্দেহে বড় পদক্ষেপ।”
বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিসিবির এই সিদ্ধান্তকে ইতোমধ্যেই অনেকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছেন। খেলাধুলায় সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এটি হতে পারে নতুন দিগন্তের সূচনা।
বাংলাধারা/এসআর