ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ডব্লিউএফপির

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৪৯ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, রোহিঙ্গা সংকট এখনো তাদের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডব্লিউএফপির এই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট ছাড়াও গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

কার্ল স্কাউ অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গত ১৫ মাসে তার প্রচেষ্টা রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইসঙ্গে তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের কথাও উল্লেখ করেন, যা রোহিঙ্গা ইস্যুকে আবারও বৈশ্বিক আলোচনায় তুলে এনেছে।

স্কাউ বলেন, “আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক এজেন্ডায় অগ্রাধিকার পায়।” তিনি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক প্রতিশ্রুত মানবিক সহায়তার ভিত্তিতে ডব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার খাদ্য ভর্তুকি প্রদান অব্যাহত রাখবে।

অধ্যাপক ইউনূস ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় ডব্লিউএফপির বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে একটি নতুন স্কুল ফিডিং প্রোগ্রাম চালুতে সহায়তার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এশিয়ার কয়েকটি দেশ স্কুল মিল ব্যবস্থায় চমকপ্রদ অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশেও এই কর্মসূচিকে আমরা আরও জোরদার করব।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার খাদ্যবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বাংলাধারা/এসআর