ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পণ্য কেনার আগে বিএসটিআই সনদ কতটা দেখা হয়?

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। কিন্তু বাজার থেকে পণ্য কেনার সময় সবাই যে বিএসটিআইয়ের সনদ খোঁজেন, তা নয়। অনেকেই সনদ দেখে কেনেন, কেউ দেখেন না, আবার অনেকেই প্রতিষ্ঠানটির নামই জানেন না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস। ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে, মান’ প্রতিপাদ্যে দিনটি পালন করছে বিএসটিআই। এ উপলক্ষে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, প্রচার কার্যক্রম, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে এসএমএস পাঠানোর উদ্যোগ।

রাজধানীর উত্তরার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামসউদ্দিন ইলিয়াস বলেন, তিনি সব সময় বিএসটিআই সনদ দেখে পণ্য কিনেন। তবে তার অভিজ্ঞতা, সনদ থাকা সত্ত্বেও অনেক সময় পণ্যের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। মানিকগঞ্জের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু বলেন, নকল পণ্যের গায়েও বিএসটিআইয়ের সিল বসানো হয়। আবার অনুমোদন পাওয়ার পর উৎপাদকেরা সেই মান বজায় রাখছে কি না, তা নিয়মিত পরীক্ষা হয় কি না, তার নিশ্চয়তা নেই। ফলে তিনি কোম্পানির নাম ও গুডউইলকেই বেশি গুরুত্ব দেন।

ঢাকার একটি স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, বড় ব্র্যান্ডের পণ্য কিনলে আলাদা করে বিএসটিআই সনদ দেখেন না। তবে অপরিচিত ব্র্যান্ড কিনতে হলে অবশ্যই খেয়াল করেন। অন্যদিকে ঢাকার গৃহিণী লাভলী আক্তার বলেন, তিনি পণ্য কেনার সময় কখনোই বিএসটিআই দেখেন না। তবে মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, যত সময়ই লাগুক তিনি আগে বিএসটিআই সিল খুঁজে নেন।

অনেকের কাছে আবার বিএসটিআই সম্পূর্ণ অচেনা নাম। ঢাকার মাটিকাটার নাসিমা আক্তার বা মানিকগঞ্জের রেহেনা আক্তারের মতো ক্রেতারা জানান, তারা জানেনই না বিএসটিআই কী বা এর কাজ কী।

বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাধ্যতামূলক তালিকায় রয়েছে ৩১৫টি পণ্য, অথচ বাজারে পণ্যের সংখ্যা চার হাজারেরও বেশি। সংস্থাটি সনদপ্রাপ্ত পণ্যের মান বজায় থাকছে কি না, ক্ষতিকর উপাদান ব্যবহার হচ্ছে কি না কিংবা কোনো অভিযোগ রয়েছে কি না—তা তদারকি করে থাকে। পাশাপাশি রাজধানীসহ সারাদেশে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রমও পরিচালনা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের সচেতনতা বাড়ানো জরুরি। উন্নত দেশগুলোতে মান নিয়ন্ত্রণ সংস্থার সনদ দেখে পণ্য কেনা একটি অভ্যাসে পরিণত হলেও বাংলাদেশে তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

বাংলাধারা/এসআর