কোচ ক্যাবরেরার ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:২৪ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য আজকের দিনটা টিকে থাকার বড় পরীক্ষা। ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর কয়েক ধাপে তাঁর চুক্তি নবায়ন হলেও, ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাফুফের সঙ্গে থাকা এই অধ্যায় শেষ হয়ে যেতে পারে এর আগেই। কারণ, আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে হারলে ক্যাবরেরাকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাইবে না বাফুফে।
ক্যাবরেরার কোচিং নিয়ে সমালোচনা চলছে অনেক দিন ধরেই- একাদশ বাছাই থেকে শুরু করে কৌশল পর্যন্ত। তাঁর অধীনে বাংলাদেশ এখনো এবারের এশিয়ান কাপ বাছাইয়ে জয় পায়নি। সর্বশেষ ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর সমালোচনার ঝড় আরও তীব্র হয়েছে। পরিসংখ্যানও সুখকর নয়, এ পর্যন্ত ক্যাবরেরার অধীনে ৩৪ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে, হেরেছে ১৭ ম্যাচে, আর ড্র করেছে ৮টিতে। গোল পেয়েছে ২৬টি, কিন্তু হজম করেছে ৫১টি।
চাপে থাকলেও ভবিষ্যৎ নিয়ে ভাবতে নারাজ ক্যাবরেরা। তাঁর মনোযোগ পুরোটা হংকং ম্যাচে। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকায় আমরা দারুণ খেলেছি। সামগ্রিকভাবে চমৎকার একটি ম্যাচ ছিল। এবারও একই মানসিকতা ও লক্ষ্য নিয়ে মাঠে নামব। সামনে এগোতে হলে আমাদের অবশ্যই ৩ পয়েন্ট পেতে হবে।”
ঢাকায় প্রথম লেগে বাংলাদেশের দ্বিতীয়ার্ধের দাপুটে কামব্যাক আলোচনায় ছিল। জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, শমিত সোম ও ফাহিমদুল মাঠে নামার পর দলের খেলায় আসে গতি। অনেকেই মনে করেন, তাঁদের আগে নামানো হলে ফল অন্যরকম হতে পারত। হংকং যাওয়ার আগে জামালও জানিয়েছিলেন, তিনি বেস্ট ইলেভেনে থাকতে চান।
একাদশ নিয়ে প্রশ্নের মুখে ক্যাবরেরার ব্যাখ্যা, “আমার কাছে বিকল্প খেলোয়াড়দের গুরুত্ব অনেক। তারা মাঠে নেমে ম্যাচের গতিপথ বদলে দেয়। ঢাকায় সেটাই ঘটেছে। আমার মনে হয়েছে প্রথম একাদশ দারুণ খেলেছে, আর বিকল্পরা নেমে আরও ভালো করেছে। আগামীকালও (আজ) একই কৌশল থাকবে, যেই খেলুক, সবাইকেই দলের জন্য ভূমিকা রাখতে হবে।”
সব মিলিয়ে, আজকের ম্যাচ শুধু বাংলাদেশ দলের জন্য নয়, ক্যাবরেরার কোচিং অধ্যায়ের ভবিষ্যৎ নির্ধারণ করতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাধারা/এসআর