কাল থেকে কারাগারে জামিননামা যাবে অনলাইনে: আইন উপদেষ্টা
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:৩৬ দুপুর

ছবি: সংগৃহিত
আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিদের জন্য দীর্ঘ ও ঝামেলাপূর্ণ ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে অনেক ক্ষেত্রে খরচ ও হয়রানিও জড়িয়ে থাকে। এসব সমস্যার সমাধানে আগামীকাল (১৫ অক্টোবর) থেকে অনলাইনের মাধ্যমে কারাগারে সরাসরি জামিননামা পাঠানো হবে। এর ফলে আদালতের রায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে জামিননামা পৌঁছে যাবে।
এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আইন মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া নিজ উদ্যোগে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করেছি। অনলাইন জামিননামা কার্যক্রমও তার অংশ। একজন আসামি জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ায় যেতে হয়, যার মধ্যে কোনো কোনো ধাপে খরচও লাগে এবং হয়রানি হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হবে। এক ক্লিকেই জামিননামা সরাসরি কারাগারে পৌঁছে যাবে।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইন, গুম, দুদক ও হিউম্যান রাইটস সংক্রান্ত আইন কার্যকর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের তথ্য জানানো হয়। এই প্রোগ্রামের সহায়তা করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বাংলাধারা/এসআর