ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

নারী বিশ্বকাপে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:২১ বিকাল  

ছবি: সংগৃহিত

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের খোঁজে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে এই ম্যাচ।

টস জয়ের পর নিগার সুলতানা বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। বোর্ডে যদি বড় স্কোর দাঁড় করাতে পারি, তবে সেটি বোলারদের কাজে আসবে।’

এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও অলরাউন্ডার রিতু মনি।

অন্যদিকে টসে হেরে খুব একটা হতাশ নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি জানান, ‘আমরা টস জিতলেও বোলিং নিতাম। কারণ পরে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হতে পারে এবং তখন ব্যাটসম্যানরা রান তুলতে সুবিধা পাবে।’ ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে প্রোটিয়ারা। তাদের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে বিশ্রামে গেছেন সুনে লুস। দলে ফিরেছেন আনে কে ডার্কসেন ও মাসাবাতা ক্লাস।

রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।

লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বোশ, ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালো জাফতা, ক্লোয়ি ট্রাইঅন, নাডিন ডি ক্লার্ক, মাসাবাতা ক্লাস, ননকুলুলেকো এমলাবা, তুমি সেখুখুনে।

বাংলাধারা/এসআর