ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচন, ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:৩৫ বিকাল  

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। নির্ধারিত সময় শেষে কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো ডিন অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ক্যামেরার সামনে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন বলেন, “দিনভর ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টার পর ভোট শেষ করে ব্যালট আলাদা করে গণনার প্রস্তুতি চলছে।”

দিনভর ক্যাম্পাস ছিল উৎসবমুখর। প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান করে শিক্ষার্থীদের ভোটে উৎসাহিত করেছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে।

তবে অভিযোগও এসেছে কয়েকটি প্যানেল থেকে। ছাত্রদলসহ কয়েকটি সংগঠন দাবি করেছে, কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পাওয়া গেছে, আবার কিছু ব্যালটের অমোচনীয় কালি উঠিয়ে ফেলা সম্ভব হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণে সামান্য অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তারা। তবে এসব অভিযোগ নির্বাচন কমিশন নাকচ করেছে।

নির্বাচন কমিশনের ভাষ্যে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সামগ্রিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন শিক্ষার্থীদের একমাত্র অপেক্ষা ফলাফল ঘোষণার দিকে।

বাংলাধারা/এসআর