শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে : সারজিস
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:০৪ বিকাল

ছবি: সংগৃহিত
এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২৯ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।”
এদিন দুপুরে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। তারা ঘোষণা দেন, প্রজ্ঞাপন ছাড়া আর কর্মসূচি থেকে ফিরবেন না। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলেও পরে তা ভেঙে শাহবাগে অবস্থান নেন তারা। বিকেলে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর নতুন সময়সীমা বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা। ব্লকেড উঠিয়ে নেওয়ায় শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষকরা জানান, বুধবারের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন।
আন্দোলনরত শিক্ষকরা মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১ হাজার টাকা বাড়ি ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।
বাংলাধারা/এসআর