ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে নতুন সিনেমার খবর দিলেন মাহি

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:১৫ বিকাল  

ছবি: সংগৃহিত

চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও ফিরছেন বড় পর্দায়। যুক্তরাষ্ট্রে বসেই জানালেন তার নতুন ছবির খবর। নাম ‘অন্তর্যামী’। পরিচালনা করবেন সৈকত নাসির, আর প্রযোজনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিশ্চিত করেছেন মাহির সিনেমায় ফেরা। তিনি জানান, “অগ্নি ২’র গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘অন্তর্যামী’। এটি হবে সারভাইভাল ঘরানার একটি অ্যাকশন মুভি। পুরো গল্প এগোবে মাহি ও ৯ বছরের একটি শিশুকে ঘিরে। ছবিটিতে কোনো নায়ক থাকছে না। ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে এতে।”

আব্দুল আজিজ বলেন, আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ছবিটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশে দৃশ্যধারণের কাজ হবে। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব। ২০২৬ সালেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে অতিথি চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল মাহিকে। এর আগে তিনি অভিনয় করেছিলেন ‘বুবুজান’ ছবিতে। চলতি বছরের জুনে অনেকটা নীরবেই দেশ ছাড়েন এই অভিনেত্রী। কয়েক মাসের বিরতির পর নতুন ছবির মাধ্যমে আবারও আলোচনায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

বাংলাধারা/এসআর