ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

নিষেধাজ্ঞার গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৫, ০২:৫০ রাত  

ফাইল ছবি

ভারতের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার চলচ্চিত্র কিরিক পার্টি দিয়ে রুপালি জগতে পা রাখেন তিনি। একে একে তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় অভিনয় করে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়- কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নাকি তাকে নিষিদ্ধ করা হয়েছে। এতদিন এ নিয়ে নীরব থাকলেও অবশেষে ভাঙলেন নীরবতা।

গুড নিউজ কন্নড়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ভেতরে আসলে কী হচ্ছে, সেটা বাইরের দুনিয়া জানে না। ঈশ্বরই জানেন কী ঘটছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ক্যামেরায় দেখাই না, আবার ব্যক্তিগত বার্তা অনলাইনে শেয়ার করার মানুষও নই।

তিনি আরও যোগ করেন, মানুষ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা-ই বলুক না কেন, তাতে কোনো গুরুত্ব নেই। তবে পেশাগত মন্তব্য অবশ্যই গুরুত্বের সঙ্গে গ্রহণ করি।

কন্নড় প্রযোজকরা তাকে সত্যিই নিষিদ্ধ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে রাশমিকা সোজাসাপ্টা বলেন, এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।

অন্যদিকে, প্রায় এক দশক ধরে অভিনেত্রী বিজয় দেবরাকোন্দার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তারা নাকি বাগদানও সেরে ফেলেছেন। তবে এই বিষয়ে এখনো রাশমিকা বা বিজয় কেউই মুখ খোলেননি।


বাংলাধারা/এসআর