ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

লঘুচাপের সম্ভাবনা, আসছে বজ্রসহ ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:১৭ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় অপরিবর্তিত থাকবে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

বাংলাধারা/এসআর