ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সাত জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের কিছু অঞ্চলে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এই সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, সারা দেশের জন্য সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী ও ঢাকা অঞ্চলে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঝড়-বৃষ্টির সময় নদী পাড় ও খোলা জায়গায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানো উচিত।

বাংলাধারা/এসআর