সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন চাষ
প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০৫:৪৬ বিকাল

সাতক্ষীরায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফলে চাষ।ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই চাষে।
জানা যায়, চলতি বছর জেলায় ২২ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। যার পরিমাণ ছিল কত বছর ১৩ হেক্টর জমি। এ জেলার মধ্য সবচেয়ে বেশি ড্রাগন চাষ হয় কলারোয়া উপজেলায়, সরসকাটি গ্রামে। এ গ্রামে ৭ হেক্টর জমিতে এই চাষ হচ্ছে। ফলে বেকার যুবকরা এখন ড্রাগন ফল চাষে ঝুঁকছে।
কাজিরহাট বাজার সংলগ্ন ড্রাগন চাষি মোঃ মাসুম হাসান দৈনিক খবর সংযোগ কে বলেন, ‘পরীক্ষামূলকভাব ১০ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। বাজারে এই ফলের চাহিদা বেশি, দামও ভালো। তবে তিনি বলেন, ‘ড্রাগন ফল চাষাবাদে রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় পরিচর্যা খরচ বেশি। তিনি আরো বলেন ভালো ফল পেতে হলে শুরুতেই ভালো মানের চারা বাছাই করতে হবে।
যারা বাছাই করতে না পারলে ফল ভালো পাওয়া যাবে না।
এই বাগান কাজ করন আলমগীর হোসেন জানান, প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক এই ড্রাগন বাগানে কাজ করে। তার মতে, ‘ড্রাগন চাষ ব্যাপক হারে চাষাবাদ হলে আমাদের মতন দিন মজুরদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা করেন।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল হক বলেন, ‘সাতক্ষীরার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযাগী। আমরা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিছি। ড্রাগন একটি উচমূল্যর ফল, এটি কৃষকের আয় বদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
জেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক খবর সংযোগ কে বলেন প্রতি বছরই ড্রাগন ফলের চাষ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী বছর এই ফলের চাষ দ্বিগুণ হবে। তিনি আরও বলেন, ‘সাতক্ষীরার ড্রাগন ফল এখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। পরিকল্পিতভাবে এ ফলের চাষ বাড়ানো গেলে এটি হতে পারে জেলার সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল