ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

দিনাজপুর লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য  ৪৯তম অভিষেক অনুষ্ঠিত

মো: ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।

 প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:১৮ রাত  

দিনাজপুর লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য ৪৯তম অভিষেক অনুষ্ঠান(২১ আগস্ট-২০২৫) বৃহস্পতিবার রাতে শহরের পর্যটন মোটেল  অ্যান্ড রিসোর্টে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রথম পর্বে  সভাপতিত্ব করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এম এ খালেক ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট 
বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন। 

প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ এর গভর্নর লায়ন শংকর কুমার রায় মোনা। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন লায়ন মহসীন ইমাম চৌধুরী। এছাড়াও জেলা গভর্নরের কেবিনেট সেক্রেটারি, ট্রেজারারসহ কেবিনেটভুক্ত ৩৫ জন শীর্ষ লায়ন নেতা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫ এ-২ এর রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার্স) বীর মুক্তিযোদ্ধা লায়ন এডভোকেট এম এ মজিদ দিনাজপুর লায়ন্স ক্লাবের স্থায়ী প্রকল্প শিশু নিকেতনের শতাধিক এতিম কন্যাশিশুর ভবিষ্যৎ জীবিকার পথ সুগম করতে একটি বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন। এর অংশ হিসেবে দশটি আধুনিক কম্পিউটার স্থাপন ও একটি অত্যাধুনিক রান্নাঘর নির্মাণের অনুরোধ জানান তিনি।

প্রধান অতিথি লায়ন শংকর কুমার রায় মোনা প্রস্তাবগুলো আন্তরিকভাবে গ্রহণ করেন এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আনুগত্যের শপথ পাঠ করান দিনাজপুর লায়ন্স ক্লাবের সেক্রেটারি, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মোঃ মোকাররম হোসেন।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর লায়ন্স ক্লাবের কর্মকর্তা লায়ন মোজাফ্ফর আলী মিলন ও দিনাজপুর লায়ন্স ক্লাবের ট্রেজারার মোঃ মঞ্জুর এ রাব্বী।

অনুষ্ঠানে জেলা গভর্নর দিনাজপুর লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং লায়ন্সের পিন পরিয়ে দেন।

বিশেষ মুহূর্তে তিনি মঞ্চ থেকে নেমে এসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া চারজন বীর মুক্তিযোদ্ধা - লায়ন এড. এম এ মজিদ, লায়ন ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সাইদুর রহমান সরকার ও ফরিদুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে দিনাজপুর শিশু নিকেতনের কন্যাশিশুরা গান, নৃত্য ও ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিদের বরণ করে নেয়। তাদের পরিবেশনা উপস্থিত সবার মনে আবেগ ছড়িয়ে দেয়।

পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম ও লায়ন মোঃ মাসুদ রানা। 

সব শেষে অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর লায়ন্স ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে যারা অভিসিক্ত হলেন প্রেসিডেন্ট লায়ন মোঃ আমজাদ হোসেন, আইপিপি লায়ন বাদশা ইমাম আরাফাত, ফাস্ট ভাইস  প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড  ভাইস প্রেসিডেন্ট লায়ন মো:  শাহ আলম, সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, ট্রেজারার লায়ন  মনজুর -এ -রাব্বী, টেমার লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মোঃ হোসেন আলী, ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন মোঃ সাইদুর রহমান ও লায়ন এম এ খালেক।

মোহাম্মদ ইউসুফ আলী 
দিনাজপুর প্রতিনিধি