খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১১:৪২ দুপুর

ছবি: সংগৃহিত
খুলনার ডুমুরিয়ায় একটি শোকাবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল এবং যাত্রী রিনা খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ইজিবাইকটি যাত্রা করছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। মুজাহিদুল মোড়ল এবং রিনা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এসআর