ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়, এটি ছাত্র-জনতার অর্জন : তানিয়া রব

জহিরুল ইসলাম শিবলু লক্ষ্মীপুর প্রতিনিধি

 প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:০২ রাত  

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি এখন আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়। তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেলো না। তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে। ছাত্ররাতো মুক্তির জন্য আন্দোলন করেছে। 
জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরকে দিতে হবে। তখন আমরা রাজনৈতিক দলগুলোও মাঠে ছিলাম। কিন্তু অর্জন তাদের। 
বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেএসডি লক্ষ্মীপুর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ মুনসুরুল হক, জেএসডি নেতা মো. মোস্তফা মন্টু প্রমূখ। 
তানিয়া রব বলেন, রাজনৈতিক দল যারা করে। তারা দলের বাইরে চিন্তা করে না। চিন্তা করতেও দেয়না। দলের মানুষগুলোই বেশিরভাগ সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। এজন্য জেএসডি প্রধান আ স ম আবদুর রব বহুপূর্বে সংসদে উচ্চ কক্ষের কথা বলেছেন। যেখানে সকল পেশার ভালো মানুষগুলো প্রতিনিধিত্ব করবে। দলের বাইরে দেশপ্রেমিক মানুষের অংশীদারিত্ব থাকবে। 
সংস্কার কমিশনের সমালোচনা করে তিনি বলেন, তারা বৈঠকই করে। কোন সিদ্ধান্ত দেয়না। ওনারা এই দল ওই দলের প্রতিনিধিদের মুখ দেখে। কিন্তু তাদের উচিত ছিল সিদ্ধান্ত দেওয়ার। তারা সিদ্ধান্ত দিবে, সেটি মানা না মানার সিদ্ধান্ত নিবে জনগণ। রাজনৈতিক দলগুলো নয়।
তিনি আরও বলেন, সংস্কারও চলছে নির্বাচনের দিকেও এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম তো ভোট দেওয়াকে ভুলেই গেছে। কারণ বিগত দিনে যে নির্বাচন হয়েছে, সে গুলোতে তো মানুষ ভোট দিতে পারেনি। তাই সংস্কারের পাশি পাশি নির্বাচনের আয়োজনও করতে হবে।