ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

খুলনার কয়রায় ৬ বছরের শিশু সামিরা নিখোঁজ

জাফর ইকবাল অপু:

 প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১২:২০ রাত  

 খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রাম থেকে গত মঙ্গলবার সামিরা খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
সামিরা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের বাসিন্দা মো. শাহ আলম গাতীদার ও বিলকিস বেগম দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সামিরা গত ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের ঘুগরাকাটি বাজারে তার কাকা নসুরোল্লার চায়ের দোকানে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পরেও যখন সামিরা বাড়ি ফিরছে না তখন পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় এমনকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ঘটনাটি তাৎক্ষণিকভাবে কয়রা থানা পুলিশকে জানানো হয়। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ১১৪৫।
নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য কয়রা থানা ও জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি।
পুলিশের পাশাপাশি স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে এই তল্লাশি কার্যক্রমে অংশ নিচ্ছেন। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিরার ছবি ও বিস্তারিত তথ্যসহ হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে দ্রুত তার সন্ধান পাওয়া যায়।
এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, নিখোঁজ শিশুটিকে দ্রুত খুজে বের করার জন্য কয়রা থানা ও জেলা পুলিশের সর্বোত্তক ভাবে চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, যদি কোনো ব্যক্তি সামিরার কোনো সন্ধান পান, তবে দ্রুত নিকটস্থ থানায় অথবা কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১৪০৩৮৯ এবং ডিউটি অফিসার ০১৩২০-১৪০৩৯৪ নম্বরে যোগাযোগ করুন