ধামরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস।
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১২:২৩ রাত

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মধ্যপাড়া খালে দির্ঘদিন অবৈধভাবে ড্রেজার বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষি জমি ও বসতভিটা ও আবাদি জমি হুমকির মুখে পড়ে। দির্ঘদিন ধরে অবৈধভাবে এ ব্যবসা পরিচালনা করছিলেন একদল ভূমি দস্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ডেজারে আগুন দিয়ে ধ্বংস করে দেয় ।
বৃহস্পতিবার (২৮আগস্ট) সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সরকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি। এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ড্রেজার ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, কোন ব্যক্তিকে ডেজার চালানোর কোন অনুমতি দেওয়া হয়নি। আমরা দিলে লিখিত ভাবে দিব। সেটা ব্যতীত যে যাই বলুক সেটা মিথ্যা। আমরা গত ১০ মাসে অর্ধশতাধিক মোবাইল কোর্ট করেছি। আজকে সরকারি কমিশনের ভূমি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।