টেকনাফে পাচারের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৫, ০২:৩৫ দুপুর

ছবি: সংগৃহিত
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে আটকে রাখা নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া এলাকার একটি গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল অভিযান চালায়। এ সময় পাচারকারীদের আস্তানায় বন্দি থাকা ২১ জনকে উদ্ধার করা হলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকেই আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল, উদ্ধার হওয়া ব্যক্তিদের নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি চলছিল। পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”
বাংলাধারা/এসআর