ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

জাবি সংলগ্ন ইসলামনগর বাজারে ব্যবসায়ীদের সমস্যার সমাধানে জাকসু নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৫, ০২:২৫ রাত  

ছবি: বাংলাধারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইসলামনগর বাজারের ব্যবসায়ীরা। ক্যাম্পাসসংলগ্ন এই এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হওয়ায় রাস্তা বন্ধ থাকলেই কার্যত জিম্মি হয়ে পড়ে পুরো ইসলামনগর এলাকা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অটোরিকশা বন্ধ থাকায় বাজারে মালামাল পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। এতে ব্যবসার উপর চাপ পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের ছাত্রী আফসানা করিম রাচি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন। ওই দুর্ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে ইসলামনগরসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ এবং বাজারের ব্যবসায়ীরা সীমাহীন ভোগান্তিতে পড়েন।

এই পরিস্থিতি মোকাবিলায় বাজার ব্যবসায়ী সমিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রনেতাদের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল রাকিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম।

বৈঠকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান তৌফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় অটোরিকশা চলাচল, বাজারের মালামাল পরিবহন, রাস্তাঘাট মেরামত ও এলাকায় মাদকের বিস্তার রোধসহ নানা বিষয়ে মতবিনিময় হয়।

সভায় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ক্যাম্পাস কেবল শিক্ষার্থীদের নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষেরও চলাচলের গুরুত্বপূর্ণ পথ। ইসলামনগরের ব্যবসায়ীরা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাদের সমস্যাগুলো সমাধানে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখব।

জিএস মাজহারুল ইসলাম বলেন, আমরা চাই ক্যাম্পাস ও ইসলামনগরের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ে। তাই প্রশাসনের সাথে সমন্বয় করে অটোরিকশা চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

সহকারী প্রক্টর রেজাউল রাকিব বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। তবে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সমস্যার কথাও আমরা জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিক সমাধানের বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করছে।

ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমস্যার সমাধান করতে চান তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত অটোরিকশা চলাচল স্বাভাবিক করার দাবি জানান।


বাংলাধারা/এসআর